স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের টিকিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আজ সন্ধ্যায় স্থানীয় তেতুলতলা বাজারে নৌকা মার্কার এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মহিউদ্দিন মহারাজ। টিকিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মাস্টারের সভাপতিত্বে সভায় অন্যান্যের বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, পৌর আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, সাধারণ সম্পাদক পরিতোষ বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফজলুল হক মনি, ক্রীড়া সম্পাদক নাজমুল আলম টুকু, দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জোমাদ্দার, ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ তালুকদার, মঠবাড়ীয়া সদর ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, টিকিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ হুমায়ূন কবির, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, টিকিকাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল হাসান, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম সোহেল, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলনসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মীসভায় যোগদান করেন। জেলা পরিষদ চেয়ারম্যান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় যাকে মনোনয়ন দিবেন তাকে নৌকায় ভোটদানের আহ্বান জানান। সভায় বক্তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনে জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজকে মনোনয়নদানের জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।