স্টাফ রির্পেোটার: মঠবাড়িয়া উপজেলার সকল ইউনিয়নের সিপিপি স্বেচ্ছা সেবকদের দুই দিনব্যাপী দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ চলছে। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার পৌর শহরের দক্ষিণ বন্দর মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজ মিলনায়তনে সিপিপি পৌরশাখার সেচ্ছা সেবকদের প্রশিক্ষনের উদ্বোধন করেন, সিপিপি উপজেলা শাখার উপ-পরিচালক মোঃ আবদুল লতীফ। সিপিপিদের দুই দিনব্যাপী দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষক ছিলেন সিপিপি উপজেলা ডেপুটি টীম লিডার মোঃ ইকবাল হোসেন।
সিপিপি মঠবাড়িয়া উপজেলা শাখার উপ-পরিচালক মোঃ আবদুল লতীফ জানান, ৩ এবং ৪ ডিসেম্বর দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। সিপিপি স্বেচ্ছা সেবকরা দূর্যোগ মূহুর্তে সাধারণ মানুয়ের জন্য নিরলস ভাবে কাজ করে আসছে। এ প্রশিক্ষণের মাধ্যমে তারা আরও অভিজ্ঞতা অর্জন করবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষনার্থীকে ৬‘শ টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হয়।