স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় বহেরাতলা মমিন দরবেশের ভাইয়ের ছেলের পরিবারের ৩জনকে মঙ্গলবার ভোর রাতে অভিনব কায়দায় খাবারের সাথে নেশা দ্রব্য খাইয়ে অজ্ঞান করে নগদ টাকাসহ স্বর্নালংকার চুরি করেছে দুর্বৃত্তরা।অসুস্থদের স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পারিবারিক সূত্রে জানাযায়, বহেরাতলা মমিন দরবেশের ভাইয়ের ছেলে মাদ্রাসা শিক্ষক রুহুল আমীনের বসত ঘরে গভীর রাতে সেহেরী খাবার পর সকলে অজ্ঞান হয়ে পরে। মমিন দরবেশের ভাই ও দক্ষিণ বন্দর জামে মসজিদের সাবেক ঈমাম বৃদ্ধ আ. ছত্তার কারী (৯০), মাদ্রসা শিক্ষক রুহুল আমীন (৬০) ও তার স্ত্রী মরিয়ম আমীন (৫০) গুরুতরও অসুস্থ হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই পরিবারের তিনজন সদস্যের এখও জ্ঞান ফেরেনি।
মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করে।
