স্টাফ রিপোর্টার : ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মঠবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে আজ সোমবার বিভিন্ন কর্মসূচি পালন করে।
২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জামায়ত জোট সরকারের আমলে বঙ্গবন্ধু এভিনিউ-এ শেখ হাসিনার জনসভা চলাকালীন সময়ে গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবীতে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একটি মিছিল বের করে।
শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদ মশিউর রহমান মর্তুজা, ছাত্রলীগ সহ সভাপতি জাহিদুল ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা বেল্লাল হোসেন, সাকিল আহম্মেদ ওলি, মোঃ শাহিন মিয়া, মো. মুশফিকুর রহীম, সাইদুল ইসলাম ও রায়হান আকন নুরন্নবী প্রমূখ।