পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজকে সংবর্ধনা দিয়েছেন পিরোজপুরের সৌদি প্রবাসীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হোটেলে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর। ব্যবসায়ী নূরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখে, বিশেষ অতিথি ইউসুফ মাহমুদ ফরাজী, ব্যবসায়ী জিয়া বাবুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন এবং আজকের মঠবাড়িয়া অনলাইন পত্রিকার প্রতিষ্ঠাতা মেহেদী হাসান প্রমুখ। শেষে জেলা চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরকে ক্রেষ্ট প্রদান করা হয়।
