স্টাফ রিপোর্টার : দৈনিক সমকালের মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজুর ভাগিনা ও বরগুনা থানা পুলিশের সাব-ইন্সপেক্টর বাদল মৃধা (৪২) সোমবার সকালে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়বেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামে জানাজা শেষে মৃধা বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সাংসদ ডা. রুস্তম আলী ফরাজী ও মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান জনাব আশরাফুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।