ডেস্ক রিপোর্ট : মুক্তিযুদ্ধকালীন সুন্দরবন সাবসেক্টরের কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ অবস্থায় তিন দিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি কিডনি অচল হয়ে পড়েছে এবং লিভারের অবস্থাও খারাপ। তার ছোট ভাই কামালউদ্দিন জানিয়েছেন, মেজর জিয়ার স্বাস্থ্যের অবস্থা সংকটজনক। পরিবারের পক্ষ থেকে কামাল উদ্দিন দেশবাসীর কাছে এই অকুতোভয় বীর যোদ্ধার জন্য দোয়া কামনা করেছেন। তার শুভাকাঙ্ক্ষীদের জিয়াউদ্দিনের রোগমুক্তি কামনার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মুক্তিযোদ্ধা কামালউদ্দিন।
সূত্র : পিরোজপুর টাইমস।