স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সংবাদিক ও সাবেক কমিউনিষ্ট পার্টির নেতা এক সময়য়ের দৈনিক ইত্তেফাকের মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি মোস্তফা গোলাম ফারুক বাচ্চুর ২১ তম মৃত্যু বার্ষিকী আজ বুধবার (২৩ সেপ্টেম্বর)। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে গ্রামের বাড়ি পাতাকাটা ও থানা পাড়া নিজ বাস ভবনের পারিবারিক মসজিদে আগামী শুক্রবার দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
মঠবাড়িয়া সাংবাদিকতার সাহসী এ প্রবাদ পুরুষ ১৯৯৯ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ইন্তেকাল করেন। মৃতুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যু বার্ষিকীতে তাঁর পরিবার ও মঠবাড়িয়া প্রেসক্লাব পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।