স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের তিন দিনব্যাপী ৫২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরোস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর তাহেরুন্নেছা, ছালেহা ইসলাম, মঞ্জু রানী সাওজাল, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, শিক্ষক শাজাহান নেগাবানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।