স্টাফ রিপোর্টার : বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশের উন্নয়ন তরান্বিত হয়। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সোমবার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় জেলা প্রশাসক মো. আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন‘র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসরিন জাহান, ইউপি চেয়ারম্যান মো. আ. ছোবাহন শরীফ, দেলোয়র হোসেন আকন, রিয়াজুল আলম ঝনো, হারুন অর রশিদ, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, মো. নাসির উদ্দিন প্রমুখ। এ সময় ইউপি চেয়ারম্যানগন ও ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উদ্দেশ্য করে আরও বলেন, সরকার জনগণের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আপনারা জনগনের নির্বাচিত প্রতিনিধি। আপনাদেরকেই মিলে মিশে কাজ করতে হবে। এতে এলাকার দ্রুত উন্নয়ন সম্ভব।
এর আগে বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীকে উপজেলা পরিষদ চত্বরে লালগালিচা সংবর্ধণা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় পুলিশ প্রশাসন গার্ড অব অনার প্রদান করে।