স্টাফ রিপোর্টার : জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার তুষখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে তুষখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নান্না পঞ্চায়েতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. আনোয়ার হোসেন, মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান, সহ-সভাপতি আরিফ-উল-হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ খান, তুষখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, উপঝেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সোহেল, তুষখালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম কামাল আহমেদ। বক্তারা সাজা প্রাপ্ত বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের বাদী জানান। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
