স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ১০৪ নং লক্ষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ্কার বিতরণীর মধ্যদিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার বিকেলে সম্পন্ন হয়েছে। বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে দুই দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন এভারগ্রীন কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনসার উদ্দিন হাওলাদার।
বুধবার বিকেলে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মোস্তফা শাহ আলম দুলাল, আলতাফ হোসেন আফজাল, আ. হালিম জম্মাদ্দার, মো. রফিকুল ইসলাম জালাল, মো.পান্না মিয়া, ফুল মিয়া হাওলাদার, প্রধান শিক্ষক শুভঙ্কর শীল, সমাজ সেবক শাহাদাৎ হোসেন রাজা প্রমুখ। পরে অতিথি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা পুরুষ্কার প্রদান কারা হয়।