স্টাফ রিপোর্টার : রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ ওয়াকার্স পার্টি মঠবাড়িয়া শাখার উদ্যোগে শনিবার বিকালে উপজেলার মিরুখালী বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়াকার্স পার্টি ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় নেতা ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তম, সমাজ সেবক কবির মুন্সি ও ওয়াকার্স পার্টি নেতা প্রশান্ত কুমার হাওলাদার প্রমূখ।