স্টাফ রিপোর্টার : সম্প্রতি রংপুরের ঠাকুরবাড়ি সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর হামলা লুটতরাজ ও বাড়িতে অগ্নি সংযোগ করার প্রতিবাদে স্থানীয় পৌর সভার সম্মুখ সড়কে মানববন্ধন করেছে হিন্দু সমাজ। শুক্রবার বিকেলে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদ মঠবাড়িয়া শাখা ও যুব সংঘ ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধনে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদ মঠবাড়িয়া শাখার সভাপতি সুভাষ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা আ’লীগ সহ-সভাপতি এমাদুল হক খান, আরিফ-উল-হক, প্রবীণ শিক্ষক অমল রায়, পুজা উৎযাপন কমিটির সভাপতি পরিতোষ বেপারী, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম শংকর রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, যুব সংঘ ঐক্য পরিষদের সভাপতি গোপাল রায়, শিক্ষক সুমন্দ্র হালদার, কাজল দাশ, অঞ্জলী হালদার প্রমুখ।
