ইসরাত জাহান মমতাজ : কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য তাজউদ্দিন আহমেদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) থেকে মনোনায়ন প্রত্যাশী। শনিবার সন্ধ্যায় মঠবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নিজের রাজনৈতিক কর্মকাণ্ড সংক্ষেপে তুলে ধরে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সমর্থন পেলে সংসদ নির্বাচন করব।
প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আকরামুল ইসলাম, রোকনুজ্জামান শরীফ, এসএম কামাল আহম্মেদ, আবদুল হালিম দুলাল, আবুল বাশার, রফিকুজ্জামান আবীর, ইসরাত জাহান মমতাজ, মেহেদী হাসান, শিবাজী মজুমদার শিবু, এসএম আকাশ, ইসমাইল হোসেন হাওলাদার, শাহাদাৎ হোসেন বাবু প্রমুখ।