স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মোশারেফ হোসেনের স্মরণে বুধবার রাতে দলীয় কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাজমুল আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক মুকুল আহমেদ বাদশা, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রফিকুল ইসলাম টুকু, যুগ্ম আহবায়ক নূরে আলম মেম্বার, উপজেলা যুব সংহতির সভাপতি মিজানুর রহমান দুলাল, আ. রহমান নোমান, আফছার উদ্দিন দিপু প্রমুখ। পরে দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নূরে আলম মেম্বর।