স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বেসিক ব্যাংক লিঃ মঠবাড়িয়া শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী টিকিকাটা নূরীয়া সিনিয়র মাদ্রাসা, মঠবাড়িয়া মডেল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করেন। “মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি তারা গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বেসিক ব্যাংকের শাখা ব্যাবস্থাপক, মো. সাইফুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা দবির হোসেন, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবু জাফর, সাংবাদিক আবদুস সালাম আজাদী, জামাল এইচ আকন, জুলফিকার আমীন সোহেলসহ বিভন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।