স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে মাদকবিরোধী সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে এ সভায় প্রধান অতিথি ছিলেন রেল সচিব মোফাজ্জল হোসেন মন্টু। তিনি বলেন, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ জন্য সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা আক্তার রেখা, মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান, ডা. মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাশেদ হাওলাদার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, প্রধান শিক্ষক রুহুল আমীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এইচএম আকরামুল ইসলাম, শিক্ষক আ. কুদ্দুস খান প্রমুখ।
প্রস্তুতি সভায় ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদকবিরোধী সমাবেশ করার লক্ষ্যে কমিটি গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
