স্টাফ রিপোর্টার : আসন্ন মঠবাড়িয়া উপজেলা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোসারেফ সাকু মাদক ও সন্ত্রাসমুক্ত শান্তিময় মঠবাড়িয়া গড়তে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। একই সঙ্গে তিনি সারাদেশের ন্যায় মঠবাড়িয়ার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ৬ নং টিকিকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আ.মালেক মাষ্টারের সভাপিতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিতসভায় তিনি এসব কথা বলেন।
মোসারেফ সাকু বলেন, মঠবাড়িয়ার শান্তিকামী মানুষের পাশে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় থেকেছি। প্রত্যন্ত গ্রামের ঘরে ঘরে গিয়ে তাদের সুখে দুঃখে পাশে দাড়িয়েছি। আল্লাহ যদি সুযোগ দেয় আর মঠবাড়িয়ার জনগণ ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আরও বেশি সেবা করতে পারবো। সব সময় তাদের পাশেই থাকতে চাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস বলেন, আওয়ামী লীগ সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী হোসাইন মোসারেফ সাকুকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। বিগত দিনে মঠবাড়িয়ায় যারা মাদক ও সন্ত্রাসের বিস্তার ঘটিয়েছে তাদের থেকে দূরে থাকতে হবে। তিনি মোসারেফ সাকুর নৌকার পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি সাকিল আহম্মেদ নওরোজ এর চশমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাকসুদা আকতার বেবীর ফুটবল প্রতীকেও সবাইকে ভোট দেওয়ার আহবান জানান।
এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, ক্রীড়া সম্পাদক টুকু পহলান, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাই চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাকিল আহমেদ নওরোজ (চশমা প্রতীক), মাকসুদা আক্তার বেবী (ফুটবল প্রতীক), ইউনিয়ন আ’লীগ সহ সভাপতি জাকির হোসেন খান, সাধারন সম্পাদক হুমাযূন তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি সদস্র জসিম মৃধা, আ’লীগ নেতা মাছুম হাওলাদার, পৌর যুবলীগের সাধারন সম্মাদক এ.টি.এম. জাকারিয়া মুন্না, টিকিকাটা ইউনিয়ন যুবলীগ সভাপতি মাইনুল আহসান, উপজেলা ছাত্রলগের সাবেক সভাপতি নজরুল সোহেল, সভাপতি শরিফুল ইসলাম রাজু, পৌর স্বেচ্ছালীগ সাধারন সম্পাদক ফেরদৌস মৃধা প্রমুখ।