স্টাফ রিপোর্টার : ৪৮ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীস্মকালীন প্রতিযোগিতায় ফুটবল (বালিকা) বিভাগীয় পর্যায় মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে কৃতি শিক্ষার্থী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জি.এম সরফরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান শিক্ষক মো. রুহুন আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্যেরে সহধর্মিনী খাদিজা আক্তার খুশবু, প্রেস ক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক আবদুস সালাম আজাদী, শিক্ষক বিকাশ চন্দ্র গাইন, সুবোধ কুমার হালদার প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী খেলোয়ড়দের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বরিশালে অনুষ্ঠিত ৪৮তম জাতীয় স্কুল মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে (বালিকা) ফুটবলে মঠবাড়িয়ার সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল দল ৪-২ গোলে বরগুনা জেলার বেতাগী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে বরিশাল বিভাগে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।