স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার সকালে সমবায় ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যাংকের চেয়ারম্যান আলতাফ হোসেন আফজালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক চেয়াম্যান ফারুকুজ্জামানা, পরিচালক ও প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, সহ-সভাপতি নাসির মাতুব্বর, পরিচালক শাকিল আহমেদ নওরোজ, শামিম মৃধা, সমবায়ী ফজলুল হক মনি, সালাউদ্দিন ফারুক, আ’লীগ নেতা রিয়াজ উদ্দিন প্রমুখ। শেষে ব্যাংকের চেয়ারম্যান আফজাল হোসেন ২০১৮-২০১৯ সালের ৩৬ লাখ ৫৪ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। শেষে ব্যাংকের পরিচালক শাকিল আহমেদ নওরোজ ব্যাংকের চেয়ারম্যানের কাছে একটি কম্পিউটার হস্তান্তর করেন।
