স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজের একাদশ শ্রেণীতে ভার্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান কলেজ মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস।
কলেজ অধ্যক্ষ আজীম-উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, থানা অফিসার ইন-চার্জ কেএম তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আরিফ-উল-হক, কলেজ গভর্নিং বডির সদস্য জাহিদ উদ্দিন পলাশ, সহকারী অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না , অধ্যাপক তপন কুমার হালদার, জুলহাস শাহীন, ও প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, সহকারী প্রধান শিক্ষক হামিদুর ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে কলেজের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।