স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীরের উদ্যোগে শুক্রবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল শাহজাহান মিলন, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সিনিয়র সহসভাপতি মো. আরিফ-উল হক ও উপজেলা বিএনপির সহসভাপতি আ. ম. ইউসুফুজ্জামানসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
ইফতার মাহফিল শেষে দেশ ও মানুষের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।