স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা দরিদ্র কর্মহীন শ্রমজীবী ৫শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে সামাজিক সুরক্ষা বজায় রেখে পৌর কাউন্সিলররা পৌর সভার ৯টি ওয়ার্ডে এ খাদ্য সহায়তা প্রদান করেন।
খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর মতিউর রহমান মিলন, ইউসুব আলী মৃধা, শফিকুর রহমান, রুহুল আমীন, কাজী কামাল, হারুনঅর রশিদ, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক শাহাদাৎ হোসেন খান বাবু প্রমূখ।
কাউন্সিলর হারুন অর রশিদ জানান, এ খাদ্য সহায়তা ছাড়াও পৌর শহরে প্রতিটি ওয়ার্ডে ১০জন করে কর্মহীন শ্রমজীবীকে ৫শ’ টাকা নগদ সহায়তা প্রদান করা হবে।
