স্টাফ রিপোর্টার : এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এর ৯০ শতাংশ ও সরকারের ১০শতাংশ অর্থায়নে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে পানি নিস্কাশনের জন্য গত ২০১৫-২০১৬ অর্থ বছরের বরাদ্ধকৃত ৪ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে প্রায় ৪ কিলোমিটার ড্রেনেজ নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৭নং ওয়ার্ডে ড্রেনেজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আÕলীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মিলন, উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ। ঠিকাদারী প্রতিষ্ঠান বিবি এন্ড আরটি জেবি কনষ্ট্রাকশন আগামী দেড় বছরের মধ্যে কাজটি সম্পন্ন করবে বলে জানিয়েছেন।