স্টাফ রিপোর্টার : পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারী কোষাগার থেকে প্রদানের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সোমবার পৌর ভবনের সামনে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা ও কর্মচারী এসোসিয়েশন মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতিতে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় বেতন-ভাতা সরকারী কোষাগার থেকে প্রদানের দাবিতে বক্তব্য রাখেন, পানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, পৌর সচিব মো. হারুন-অর-রশীদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, কাউন্সিলর মতিয়ার রহমান মিলন, কর আদায়কারী মনিরুজ্জামান, বস্তি উন্নয়ন কর্মকর্তা বলরাম ঘোষ, পৌর কর্মচারী ইউনিয়নের নেতা মনিরুল হক মিল্টন, অফিস সহায়ক মো. শাহ আলম, উচ্চমান সহকারী কামরুন্নাহার ও ইপিআই সুপার ভাইজার শিরীন আক্তার প্রমুখ।