স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ উপজেলার ৮৬টি পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন। মঙ্গলবার রাতে মঠবাড়িয়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরে জেলা পরিষদ তহবিল থেকে ১০ হাজার ও ব্যাক্তিগত ১৫ হাজার টাকা, দক্ষিণ বন্দর মন্দিরে জেলা পরিষদ তহবিল থেকে ১ হাজার ও ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকা এছাড়া উপজেলার বাকি ৮৪টি মন্দিরে ব্যাক্তিগত ১হাজার ও জেলা পরিষদ তহবিল থেকে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ডা. আনোয়ার হোসেন, জেলা আ’লীগ সহ-সভাপতি একেএম সেলিম মিয়া, পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, জেলা পরিষদ সদস্য আজিম-উল-হক, পৌর আ’লীগ সভাপতি আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি পরিতোষ বেপারী, দক্ষিণ বন্দর পুজা উৎযাপন কমিটির সভাপতি পঙ্কজ সাওজাল প্রমুখ।