স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মঙ্গলবার রাতে ফজিলা আক্তার (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ফজিলা আক্তার দাউদখালী গ্রামের কবির খানের কন্যা এবং ছোট হারজী দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার বিকেলে ফজিলা আক্তার চালের পোকা নিধনের ঔষধ পান করে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সোনিয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ বুধবার সকালে জেলা মর্গে প্রেরণ করা হবে।