স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঠবাড়িয়ার ৮৯টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয় হরিসভা মন্দিরের এ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। এ সময় বাবু সমীর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, মঠবাড়িয়া থানার ইনস্পেক্টর (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম), জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আজিম-উল-হক, প্রবীণ শিক্ষক অমল চন্দ্র হালদার, পূজা উদযাপন পরিষদের আহবায়ক বাবু পরিতোষ বেপারী, ছাত্রলীগ নেতা মিজান ফরাজী প্রমুখ।