স্টাফ রপার্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় টিকিকাটা ইউনেয়নের দধিভাঙ্গা বাজারে শনিবার ভোর রাতে পাশাপাশি ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ একটি চোরের দল তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ আনুমানিক প্রায় ৪ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেন ওই বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঘটনার দিন সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ব্যবসায়ীরা জানান, উপজেলার টিকিকাটা ইউনেয়নের দধিভাঙ্গা বাজারে প্রতিদিনের মত শুক্রবার দিবাগত রাত ১১ টার পরে বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সুযোগ বুঝে সংঘবদ্ধ চোরের দল ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে মুদি-মনোহরী ও মুরগীর খাবারসহ বাজারের ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে পালাক্রমে তালা ভেঙে দোকানে প্রবেশ করে ক্যাশ ভেঙে টাকা চুরি করে পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহারাদারের অবহেলার কারণে চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।