স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের আয়োজনে ও বায়লাদেশ স্কাউটস মঠবাড়িয়া উপজেলার ব্যবস্থাপনায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫দিন ব্যাপী স্কাউটস লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে। সোমবার রাতে উপজেলার কে.এম.লতীফ ইনস্টিটিউশনে মহাতাবু জলসা ও সনদ প্রদানের মধ্যদিয়ে ৭৮তম এ কোর্সের সম্পন্ন হয়।
২ থেকে ১৬ জুলাই ৫দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে কোর্স লিডার তুষার কান্তি চৌধুরীর (এলটি) নেতৃত্বে ১০ জন প্রশিক্ষক ৩৯ জন প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ প্রদান করেন।
এ সময় বাংলাদেশ স্কাউটস মঠবাড়িয়া উপজেলার সভাপতি ও উপজেলা নির্বহী অফিসার জি.এম.সরফরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি কে.এম.লতীফ ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা স্কাউট কমিশনার মো. আলমগীর হোসেন খান, প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, মো. রুহুল আমীন, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশ, উপজেলা স্কাউট সম্পাদক শুকদেব ঢালী, উপজেলা স্কাউট লিডার আ. করিম খান, মাইনুল হাসান প্রমুখ। শেষে দীক্ষা নেয়া ৩৯ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়।