স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার আশংকায় বুধবার রাতে মঠবাড়িয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বিএনপি নেতা আনসার আলী(৪৫), পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক লাবু হাওলাদার(২৫) ও সদস্য সোলায়মান মিয়া(২২)।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।