স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষে কর্মজীবী ল্যাকটেটিং মাদার কর্মসূচির আওতায় পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩’শ ৫০জন প্রসূতী নারীদের মাঝে হেলথ্ক্যাম্প ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. ফেরদৌস ইসলাম, আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর ও এনজিও প্রতিনিধি মিসেস্ হোসনেয়ারা হক প্রমুখ।