স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের কাপড়ের, বিকাশের ও কীটনাশকের দোকানে রবিবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল তালা ভেঙ্গে দোকানে ঢুকে কাপড়েরর দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, বিকাশের দোকানের আনুমানিক আরও ৫০ হাজার টাকার মোবাইল ক্যাশ কার্ডসহ মালামাল ও কীটনাশকের দোকান থেকে ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ন্যাশনাল টেইলার্সের মালিক ব্যবসায়ী শাহীন মিয়া মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ছাড়া সদর রোডের এজাজ চৌধুরীর মোবাইলের দোকানসহ পরপর ৩টি দোকান চুরি হওয়ায় পৌর শহরের ব্যাবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকুল ইসলাম জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।