স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ডে) শনিবার মঠবাড়িয়া পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নে ২৯ হাজার ২০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়েছে।
মঠবাড়িয়া পৌর সচিব মো. হারুন অর রশিদ জানান পৌরশহরের ১৫টি স্থানে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৭৯ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ হাজার ১শ ৭০ শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ আরী হাসান জানান, উপজেলার ১১টি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ২৪ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ৫শ ৪৭ শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
এর আগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) বাস্তবায়ন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌর সভা সচেতনতা মূলক ব্যাপক প্রচার প্রচারনা চালান হয়।