স্টাফ রিপোর্টারঃ ২১আগষ্ট গ্রেনেট হামলায় নিহতদের স্বরণে ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে পিরোজপুরের মঠবাড়িয়া শ্রমিক লীগের আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা শ্রমিক লীগ কার্যালয় এ স্বরণ সভা ও দোয়া মাফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগ সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আ’লীগ সদস্য তাজউদ্দিন আহম্মেদ।
এ মিলাদ মাফিল, দোয়া ও আলোচনা সভায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আ’লীগ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগ সহ-সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক ফজলুল হক মনি, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,যুবলীগ সহসভাপতি বাবু শরীফ, শ্রমিক লীগ নেতা আলফু তালুকদার, নাছির উদ্দিন. মহারাজ মিয়া,শাহিন মিয়া নবী,তাঁতী লীগ নেতা নাছির উদ্দিন, বিদ্যুৎ সাওজাল প্রমুখ।