স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া ১০৪নং লক্ষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে এভাভার গ্রীন কমিনিউটি ডেভলভমেন্ট ফাউন্ডেশন এর পৃষ্টপোষাকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন এভারগ্রীন কমিনিউটি ডেভলভমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. আনসার উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আশীষ বরন তালুকদার,অভিভাবক খবির উদ্দিন হাওলাদার, সাবেক ইউপি সদস্য এনায়েত হোসেন রাজা, সাংবাদিক আবদুস সালাম আজাদী, জিল্লুর রহমান, শিক্ষক নিউটন চন্দ্র কির্তুনীয়া, ফেরদৌসী, মনিকা রানীসহ অভিবাবক ও শিক্ষার্থী বৃন্দ।
