স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়া থানা পুলিশ উত্তর মিঠাখালী ফরাজি বাড়ির সামনের সড়ক থেকে রাজু ফরাজি (২০) নামের মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১২০পিস ইয়াবা উদ্ধার করেন। আটককৃত রাজু উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের সেলিম ফরাজির ছেলে।
থানাসূত্রে জানাযায়, রোববার সন্ধ্যা ৭টায় পুলিশ মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক বিপ্লব কুমার মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর মিঠাখালীর সামনের সড়কে রাজুকে ১২০পিস ইয়াবাসহ ক্রেতা সেজে আটক করেন।
এ ঘটনায় উপ পরিদর্শক বিপ্লব কুমার মন্ডল বাদি হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
