স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিসাখালী থেকে শুক্রবার দুপুরে থানা পুলিশ গোপন সাংবাদের ভিত্তিতে রনি তালুকদার (২৬)কে ইয়াবা বিক্রির সময় গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১’শ গ্রাম গাজা, ১১৮ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৮’হাজার টাকা উদ্ধার করেন। রনি শিকদার গুলিসাখালী গ্রামের হাতেম আলী তালুকদারের ছেলে।
মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, এঘটনায় মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।