স্টাফ রিপোর্টার : পিরোজপুর প্রতিনিধি : ’শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে মঠবাড়িয়ায় শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি। মঙ্গলবার থেকে উপজেলার মাঝেরপুল বাজার, মঠবাড়িয়া পৌরশহরের তুষখালী সড়ক, বড়মাছুয়া ও দক্ষিন বন্দর বাজরে এ চাল বিক্রি শুরু করে। সপ্তাহের তিদিন র্নিধারিত ডিলারের মাধ্যমে জন প্রতি কার্ডধারিরা ৩০ কেজি ও সাধারণ ৫ কেজি করে এ চাল বিক্রি করা হবে।
ডিলার প্রভাত কুমার রায় বলেন, গ্রাহকের ব্যাপক চাহিদা তাই এর পরিধি আরও বাড়ানো দরকার।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস জানান, করোনা ভাইরাস প্রতিরোধ কর্মসুচীর কারনে দেশব্যাপী কর্মহীন ঘরবন্দি মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী জুন মাস পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে।