স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার আলগীপাতাকাটা গ্রামে জমি বেচাকেনা নিয়ে বিরোধের জের ধরে শনিবার সকালে দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের তিন জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আহত তৌহিদের আত্মীয়রা দ্বিতীয় দফায় মিজানুর রহমান সাবুর ওপর হামলা চালালে হাসপাতালের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে চিকিৎসা কার্যক্রম ব্যহত হয়। এ খবরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
গুরুতর অবস্থায় মানিক খান এর পুত্র তৌহিদ (২৪) ও অপর পক্ষের মৃত সালাম ফকিরের ছেলে মিজানুর রহমান সাবু ফকির (২৮) ও মনির ফকির (৪০) কে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রদক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা যায়, উপজেলার আলগীপাতাকাটা গ্রামের মিজানুর রহমান সাবুর সাথে আপন মামাতো ভাই ফারুক আকনের ছেলে ফরিদ আকনের জমি বেচাকেনা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে রাতে হামলার ঘোষনা দেয়া হয়। এর জের ধরে শনিবার সকালে দু’ই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরলে ফরিদের পক্ষ নিয়ে সহযোগি তৌহিদও যোগ দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিংহ জানান, হাসপাতালে হামলা চালালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
