স্টাফ রিপোর্টার : ৭১’এর ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় হলেও এর দুই দিন পর ১৮ ডিসেম্বর পিরোজপুরের মঠবাড়িয়ায় হানাদার মুক্ত হয়। মঠবাড়িয়া থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ক্যাপটেন সদ্য প্রয়াত আলতাফ হোসেনের কাছে ১৮ ডিসেম্বর ততকালীন পাকবাহিনীর সিআই জালাল উদ্দিন ও পুলিশ, রাজাকার ও আলবদরসহ ৬০ জনকে নিয়ে বিকেল চারটায় কালীর হাটের আত্মসমর্পণ করেন।
প্রতক্ষদর্শী ও মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বাচ্চু মিয়া আকন জানান, ১৫ ডিসেম্বর ৩৬ জন মুক্তিযোদ্ধা নিয়ে সুন্দরবন হতে আমড়াগাছিয়া অবস্থান করেন। মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকারেরা শক্তিশালী থাকায়, বিজয়ের দুই দিন পরে আত্মসমর্পন করায় মঠবাড়িয়া হানাদার মুক্ত হয়।
তিনি আরও বলেন, মঠবাড়িয়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করা করা হয়েছে।
