স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ার গুলিসাখালী ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামের তিন কিলোমিটার সড়কের নির্মাণ কাজ উদ্বোধনের পর নির্মাণ কাজ সম্পন্ন না করে কাজ ফেলে রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে ভূক্তভোগি গ্রামবাসি। মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট গ্রামবাসি দক্ষিণ কবুতরখালী গ্রামের বেহাল সড়কের ওপর ঘন্টাব্যাপী মানববন্ধন করে দ্রুত বেহাল সড়ক পাকা করণের দাবি জানান।
শেষে স্থানীয় ইউপি সদস্য মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গ্রামবাসি মাওলানা মো. আবু তাহের, ইউনুস আলী, মধূ তালুকদার, আলতাফ হোসেন পেয়াদা প্রমূখ।
বক্তরা অভিযোগ করেন, এলজিইডির আওতাধিন মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী ভায়া বান্ধবপাড়া এর দক্ষিণ কবুতরখালী গ্রামের তিন কিলোমিটার সড়ক (ইট সোলিং) ও সড়ক ও কালভার্ট নিমাণ প্রকল্প অনুমোদিত হয়। দরপত্র আহ্বানের পর সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান তিন কিলোমিটার সড়কের মাত্র এক কিলোমিটার অংশ দায়সারা ভাবে কাজ করে বাকি দুই কিলোমিটার সড়ক ও দুইটি কালভার্ট নির্মাণ কাজ ফেলে রেখে চলে যায়। এতে সংশ্লিষ্ট গ্রামবাসির চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়।