স্টাফ রিপোর্টার : পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (২১) ও তাঁর সহযোগি মামুন মৃধা (১৯) কে কুপিয়ে আহত করার ঘটনায় মঠবাড়িয়া থানায় বুধবার রাতে মামলা হয়েছে। আহত আমিনুলের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে যুবলীগ নেতা বাবু শরীফ ও সাইদুল ইসলাম টিপুসহ ১৩জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৫জনকে আসামী করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। থানা পুলিশ ওই রাতেই এজাহারভুক্ত আসামী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফুয়াদ(৩৫)কে গ্রেফতার করেন।
মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় এজাহারভুক্ত ফুয়াদকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।