স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি দিলওয়ার হোসেন মুন্সী।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম মধূ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অহিদ্জ্জুামান মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম হাসান রনি মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি খাইরুল আমিন পিন্টু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহেল প্রমুখ।
শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় এবং খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।