স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসন কর্তৃক করোনা নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক হাজার পিস নমুনা সংগ্রহ কীট প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হাসান এ করোনা কীট গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ঊর্মী ভৌমিক, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ফেরদৌস প্রিন্স, মহিউদ্দিন মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. জুলহাস শাহীন প্রমুখ।