স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় মনজিলা খাতুন (১৫) নামের দশম শ্রেণির স্কুল ছাত্রীকে জোর করে বাল্য বিয়ে দেয়ার সময় তিন জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জি.এম. সরফরাজ ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের মা, বরের বাবা ও বরকে এ জরিমানা করে। স্থানীয় পিজিএস আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মনজিলা উত্তর মিঠাখালী গ্রামের মৃত হারুন অর রশিদের মেয়ে ও বর মো. ইউনুচ হাওলাদার (২৮) একই গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে। সেই সাথে স্কুল ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন পন্ড করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ জানান, উপজেলার উত্তর মিঠখালী গ্রামের স্কুল ছাত্রীকে জোর করে বাল্য বিয়ে দেয়ার চেষ্টা করছিল।