স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি প্রবাসী হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ঠ ব্যবসায়ী মনির হোসেন এর উদ্যোগে প্রবাসী সপিং কমপ্লেক্স ভবনে বৃহস্পতিবার রাতে সুলতান আহমেদ কলেজিয়েট স্কুলে নিয়োগ ও সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা মো. মনির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী সুলতান হোসেন জমাদ্দার, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আব্দুল্লা আল মামুন, ইসরাত জাহান মমতাজ প্রমুখ।
শেষে মঠবাড়িয়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নির্মলেন্দু শীলকে কলেজিয়েট স্কুলের অধ্যক্ষসহ দশজন শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেন।