স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০১৯-২০ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (সিআইজি) কৃষক-কৃষানী ২০ দিন ব্যাপী প্রশিক্ষন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শেষ হয়েছে। উপজেলা কৃষি অফিস মিলানায়তনে এ প্রশিক্ষনে প্রতিদিন ৩০জন করে উপজেলার ৮৪০ কৃষক-কৃষানী অংশ গ্রহন করে। গত ১১ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০ দিনব্যাপী এ প্রশিক্ষন আজ মঙ্গলবার দুপুরে শেষ হয়েছে।
এ প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক কৃষিসম্প্রসারন অধিদপ্তর বরিশাল মো. আফতাব উদ্দিন, উপ-পরিচালক কৃষিসম্প্রসারন অধিদপ্তর বরিশাল তৌফিক আলম, উপ-পরিচালক কৃষিসম্প্রসারন অধিদপ্তর পিরোজপুর আবু হেনা মোহাম্মদ জাফর, পিরোজপুর জেলা প্রশিক্ষন কর্মকর্তা বিভাষ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা এমাদুল হক, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, গত ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষনে উপজেলার ৮৪০ জন কৃষক কৃষাণীকে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনায় কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধিতে উপকৃত হবে।