স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী পৌর শহরসহ উপজেলার হাটবাজার গুলোতে টহল জোরদার করেছে। শুক্রবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস ও সেনাবাহিনীর টহলদল পৌর শহরসহ উপজেলার ধানীসাফা বাজারসহ বিভিন্ন ইউনিয়ন বাজারে সামাজিক ও স্বাস্থ্যগত দুরত্ব নিশ্চিতকরণ কার্যক্রম এবং বাজার মনিটরিং করেন।
বাজার মনিটিরং কালে মাইকে গণজমায়েত, চায়ের দোকানে আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে তাদেরকে সতর্ক করে বাড়ি পাঠিয়ে দেন। সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে বিনা প্রয়োজনে বাসা থেকে বাহির না হওয়ার নিদের্শও দেয়া হয়। এ সময় করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারের নির্দেশনা মেনে চলা ও করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তারা।